নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর বাড্ডায় bti প্রিমিয়ার প্লাজাতে ‘FOOD’ we are serving healthy for a healthy mood স্লোগানে নতুন একটি রেস্টুরেন্ট ওপেন হয়েছে। ময়মনসিংহ ৯ আসনের এম,পি আনোয়ারুল আবেদীন খান তুহিন ফিতা ও কেক কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন। ২১ নং ওর্য়াড কাউন্সিলর ব্যারিস্টার তাপস গনি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।” FOOD”রেস্টুরেন্টে অনলাইনে খাবার অর্ডার করা যাবে। “FOOD” রেস্টুরেন্ট এর proprietor নাফিয়া আনজুম মেরিন ও adviser রাশেদুল ইসলামের তত্ত্বাবধানে ডিনার ও লাইভ মিউজিকের আয়োজন করা হয়।