অনলাইন ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে বগুড়া জেলা বিএনপি। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বাদ জুমা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তৃতা করেন সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ, আলহাজ মোশারফ হোসেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম প্রমুখ। গোলাম মোহাম্মাদ সিরাজ বলেন, ‘বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের জনগণের কল্যাণে কাজ করেছেন।
খালেদা জিয়াকে আজ মিথ্যা মামলায় কারাগারে বন্দী রাখা হয়েছে। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল কাদের। এ ছাড়া বাগেরহাট প্রতিনিধি জানান, খালেদা জিয়ার আশু রোগ ও কারামুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে বাগেরহাট জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এম এ সালামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুল হাই, এসকেন্দার হোসেন, সরদার অজিয়ার রহমান, জেলা ছাত্রদল সভাপতি ইমরান খান সবুজ, জেলা মহিলাদল সভানেত্রী তৈফিকা কালাম প্রমুখ।
pbnews/political