অনলাইন ডেস্ক
প্রাক্তন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হককে কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও মিসবাহ এখনও সেই প্রস্তাবগ্রহণ করেননি বলেই শোনা যাচ্ছে।
পাকিস্তানের হয়ে ৭৫টি টেস্ট, ১৬২টি ওয়ান-ডে এবং ৩৯টি টি-টোয়েন্টিখেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই মুহূর্তে মিসবা পাকিস্তানের প্রি-সিজন ক্যাম্পের দায়িত্বে রয়েছেন।
ফকর জামান, বাবর আজমের মতো ক্রিকেটাররা চোট পেয়েছিলেন বিশ্বকাপে। কিন্তু তাদের বিদেশে খেলার ছাড়পত্র দেয় পাকিস্তান বোর্ড। তাতেই চটেছেন ৫৬টি টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়া মিসবাহ।
Pbn/Sports news