আর এ রিপা দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগন্জ বাজারে অবস্থিত সমাজে শিক্ষা বিস্তৃতির লক্ষ্যে প্রতিষ্ঠিত হলি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। আজ ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় হলি মডেল স্কুল প্রাঙ্গন সকাল শিক্ষার্থী ও অভিবাকদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তাফার সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি হাজী মোঃ আইয়ুব আলী ব্যাপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্টীয় পুরস্কার প্রাপ্ত কৃষি ও পরিবেশ সংগঠক অধ্যাপক মতিন সৈকত। তিনি বলেন “বাবা,মা সন্তানদের যে ভালোবাসা দিয়ে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করেন সন্তানরা তার মাত্র ২৫ ভাগ ফেরত দিলেই বাবা,মা’র জন্য যথেষ্ট। তিনি আরো বলেন এক সময়ে বাবা,মায়ের চাওয়া ছিলো তার সন্তান যেনো থাকে দুধে ভাতে। এখন তাদের চাওয়া হচ্ছে আমার সন্তান যেনো মানুষ হয়।
এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব আইডিয়াল ইনস্টিটিউটসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামীম সরকার। বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোস্তফা হাবিব প্রমুখ। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
Pbnews/Anamulhaqe