/ স্বপ্নকিশোর // –
মোহাম্মদ ওয়াহিদুজ্জামান
কিশোর কাব্য- শিশিরমাখা বকুল-বেলী’র বাস,
বুকের ভেতর উড়ন্ত এক দুরন্ত রাজহাঁস।
নীল আকাশে ভেসে ভেসে স্বপ্ন করে চাষ
বন-পাহাড়ে সবুজ ঘাসে বেড়ায় বারো মাস।
কিশোর কাব্য- অনবদ্য গোলাপী নির্যাস
শিশির কণায় হিরের জ্যোতি শুভ্র বনের কাশ।
কিশোর কাব্য- মনের শত দুঃখ করে নাশ
শিশুর মনে দোল্ দিয়ে যায় স্বপ্ন-অভিলাস।
কিশোর কাব্য- সাতনরি হার শব্দ-সুবাস মাখা
নীল ময়ূরী রূপের পরী নানান রঙে আঁকা।
প্রজাপতির ডানায় আঁকা রঙিন কারুকাজ
কিশোর কাব্য – স্বপ্নকিশোর; খুলে খাতার ভাজ – লেখতে থাকে,
দেখতে থাকে অবাক চোখে সব বুকের ভেতর জড়িয়ে নিয়ে মধুর কলরব।
বিশ্বটাকে স্বদেশ ভেবে আপন করে নেয়-
কিশোর কাব্য বুকের ভেতর স্বপ্ন গড়ে দেয়।।
pbnews/kamal