পর্তুগাল বাংলানিউজ ডেস্ক: বাংলাদেশের সীমান্তের সাথে ভারতের অনেক স্থানের সাথে সংযুক্ত রয়েছে।এ সব সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময় নানা রকম ঘটনা ঘটে থাকে। এ সকল ঘটনা নিয়ে নানা রকম সমালোচনা হয়ে থাকে। তাছাড়া সীমান্তে অনেক অবৈধ কাজকর্ম সংগঠিত হয়। এতে করে সীমান্তে দুই দেশের প্রসাশন কঠোর ব্যবস্থা গ্রহণ করে থাকেন।
এবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগের তুলনায় সীমান্তে অবৈধ ঘটনা অনেক কমে এসেছে। তিনি আরও বলেছেন, সীমান্তে অবৈধ ঘটনা কমিয়ে আনতে আমাদের আরও অনেক দায়িত্বশীল হতে হবে। যারা প্রসাশনের হাতে কঠোর ভাবে দমন হচ্ছে সে সকল ব্যাক্তিরা সকল প্রকার অবৈধ কাজের সাথে জড়িত।।
সীমান্তের ঘটনায় একতরফা ভাবে ভারতকে দোষারোপ না করে আমাদের নিজেদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০০১ থেকে ২০০৩ সাল প্রযন্ত দেখলে দেখা যায় তখন প্রসাশনের লোকরা কত কঠোর হয়েছে। শুধু ২০০৩ সালে ১৬৬ জন মানুষকে সীমান্তরক্ষীরা কঠোর হাতে দমন করেছে। সেখানে গত বছর মাত্র তিন থেকে চারজনকে সীমান্তরক্ষীরা দমন করেছে।