নিজস্ব প্রতিবেদকঃ
‘শেষ আলো’ আখ্যায় সিএনসির
বিশ্বনবি মুহম্মদ (স.) স্মরণ
পদক পেলেন ড. আব্দুল্লাহেল বাকী, ড. আব্দুস সামাদ ও ড. মানজুরে ইলাহীসহ ৫ বিশেষজ্ঞজন
“আসুন প্রজ্জলিত ‘শেষ আলোয়’ আমরা উদ্ভাসিত হই” -এই ব্যানারে আয়োজিত গত বুধবার ১১ ডিসেম্বর বিশ্বনবি মুহম্মদ (স.) এর স্মরণ সভায় বক্তারা বলেন, মুহম্মদ (স.) ছিলেন মানব জাতির জন্য শেষ ‘রোল মডেল’। ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ গুণধারী। এই সব গুণ তিনি নিজস্ব প্রচেষ্টায় অর্জন করেননি। সর্বোৎকৃষ্ট গুণের সমাহারের জন্য এককভাবে মুহম্মদ (স.) কে ক্রেডিট দেয়া যায় না। সমস্ত ক্রেডিট একমাত্র আল্লাহ্তায়ালার। ওহীর মাধ্যমে আল্লাহ্তায়ালা তাঁর মধ্যে এই সব গুণ সঞ্চারিত করেছেন। নবি হওয়ার আগে এবং পরে গুণাবলী অর্জনের প্রচেষ্টা ও সাফল্য বিচার করলে বিষয়টি মানবজাতির কাছে সুস্পষ্ট হবে। একটি হলো প্রচেষ্টা, আরেকটি হলো আল্লাহর কাছ থেকে পাওয়া সরাসরি অর্জন। সে কারণে মানবজাতিকে আল কুরআনের দিকে ফিরে যেতে হবে।
বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) এর এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মুক্তিযোদ্ধা এম এ মালেক। অনুষ্ঠানে প্রধানমেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোহাম্মদ আবদুল মজিদ ও প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ মুহাম্মদ ফয়জুল কবীর। আলোচনায় অংশগ্ৰহণ করেন প্রফেসর ড. আবদুল্লাহেল বাকী, ড. আব্দুস সামাদ, ড. মানজুরে ইলাহী, মোহাম্মদ শামসুর রহমান, সাংবাদিক মীর লুৎফুল কবীর সা’দী ও মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক।
অনুষ্ঠানের উজ্জ্বল এক পর্বে “সিরাতুর-রাসূল সিএনসি পদক” প্রদান করা হয় প্রফেসর ড. আবদুল্লাহেল বাকী, ড. আব্দুস সামাদ, ড. মানজুরে ইলাহী, মোহাম্মদ শামসুর রহমান, সাংবাদিক মীর লুৎফুল কবীর সা’দী প্রমুখকে।
রাসূল স্মরণে কবিতাপাঠ, আবৃত্তি ও হামদ-নাত পরিবেশন করেন কবি নাসির হেলাল, কবি সাঈদ জোবায়ের, শিল্পী মাসুদ রানা, আবৃত্তিকার সোহরাব আসাদ, রায়হানুল ইসলাম, আবৃত্তিকার আলমগীর ইসলাম শান্ত প্রমুখ।
pbnews/nikhanmamun