পর্তুগাল বাংলানিউজ ডেস্ক: পর্তুগালের ঐতিহ্যবাহী ও সবচেয়ে বড় সংগঠন লিসবন লিসবন শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হলো শিক্ষা সফর। গত ২৬ সেপ্টেম্বর লিসবন থেকে প্রায় ৫৫ কিলোমিটার অদুরে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সেতুবাল জেলার ত্রয়া রিসোর্টটি ভ্রমনের জন্য নির্বাচিত করা হয়।
লিসবন শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক, বর্তমান CRCIPTর সেক্রেটারী আবু নাঈম এবং শিল্পী গোষ্ঠীর পরিচালক হাফেজ মু মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং শিল্পী সোহাইল আহমেদের সঞ্চালনায় হাফেজ আনোয়ার হোসেনের কোরআন তেলওয়াতের মাধ্যমে আনন্দ ভ্রমনের যাত্রা শুরু হয়।
প্রতি বছরের ন্যায় লিসবন শিল্পীগোষ্ঠী পর্তুগাল প্রবাসীদের কিছুটা আনন্দ দিতে আয়োজন করেন এই শিক্ষা সফর । লিসবন থেকে প্রায় ২০০ জন বাংলাদেশী প্রবাসীকে নিয়ে সকাল নয়টায় ছুটে চলেন ট্রোয়া রিসোর্টের উদ্দেশ্য।
যাত্রা পথে চারদিকের প্রকৃতির অপরুপ সৌন্দর্য সবাইকে আকর্ষন করেছে। চারপাশে সবুজের সমারোহ, দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত ও সারি সারি উঁচু নীচ পাহাড় দেখে সকালে আনন্দিত। কর্ম ব্যবস্থার মাঝে এমন আনন্দময় একটি দিন কাটাতে পেরে সকলেই খুশি।
সকলের অংশগ্রহণে বনভোজনকে ঘিরে ছিল কৌতুক, কুইজ প্রতিযোগিতা, হাড়ি ভাঙা, মোরগ লড়াই, ফুটবল সহ নানা আয়োজন। সমুদ্র গোসল, মধ্যাহ্নভোজ এবং সংক্ষিত আলোচনা শেষে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন CRCIPT র সভাপতি জনাব মোশারফ হোসাইন। মেহমান তার বক্তব্যে বলেন আমরা প্রতি বছর দুটি শিক্ষা সফরের আয়োজন করে থাকি। একটি গ্রীষ্মকালে অন্যটি শীতের মৌসুমে। দীর্ঘদিন করোনা মহামারির কারনে আমাদের শিক্ষা সফর দুবছর যাবত বন্ধ ছিলো। আশাকরি সমনের দিনগুলিতে সকলকে নিয়ে আরও বড় পরিসরে আমাদের শিক্ষা সফর অনুষ্ঠিত হবে।
লিসবন শিল্পীগোষ্ঠীর লক্ষ্য দুটি একটি হলো যে বাংলাদেশী পরিবার গুলি পর্তুগালে বসবাস করে তাদের মাঝে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরা অন্যটি হলো ইউরোপের সংস্কৃতিতে যেন আমাদের সন্তানটি হারিয়ে না যায় তাদের মাঝে ইসলামি মূল্যবোধ তৈরি করা।
বর্ণাঢ্য আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক ও কমিউনিটি ব্যাক্তিবর্গ ।