মুনির চৌধুরি শিমুল কুমিল্লা থেকে। চান্দিনা থানার ২নং বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের মরহুম নোয়াব আলী চৌধুরীর একমাত্র নাতি মরহুম আব্দুল হান্নান চৌধুরীর পুত্র রায়হান চৌধুরী ইয়াদ মাত্র ২২ বছর বয়সে ব্রেইন স্ট্রোক করে মারা যান। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) তার অকাল মৃত্যুতে কুমিল্লা সিসিএন ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী পরিবার ও সব্দুলপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। সেই সাথে সবাই তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছে।
কুমিল্লা সিসিএন ইউনিভার্সিটির ছাত্র ছিল রায়হান। সেকম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করত। তার স্বপ্ন ছিল সে একজনফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। সে ওয়েভসাইট ডেভেলপমেন্টনিয়ে পিএইচডি করার জন্য পূর্ব থেকেই প্রস্তুতি সম্পন্ন করেছিল। মাত্র ১৯বছর বয়সে সে তার বাবা মরহুম আ: হান্নান চৌধুরী কে হারান। তার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের আদর আর ভালবাসা নিয়েরায়হান তার স্বপ্ন দেখা শুরু করে