কুমিল্লা থেকে আব্দুল্লাহ : দক্ষ যুব গড়েছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’। প্রতিপাদ্যকে নিয়ে ১ নভেম্বর শুক্রবার সকালে দাউদকান্দি উপজেলার আদমপুরে সিসিডিএ’র উদ্যোগে আলোচনা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ হাসান আলীর সভাপতিত্বে শতাধিক যুব মহিলা, পুরুষ অংশ গ্রহন করে।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কৃষি পরিবেশ সমাজ উন্নয়ন সংগঠক মতিন সৈকত বলেন’ যুব শক্তির সম্মিলিত প্রচেষ্টাই দেশের অগ্রগতি, সমৃদ্ধি, সফলতা নির্ভর করে। তাদের সহযোগিতায় রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আরো বেশি সমন্বয় প্রয়োজন।’ অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন মোঃ জয়নাল আবেদীন, মোঃ ইয়াসিন এবং স্হানীয় স্কাউট সদস্য বৃন্দ।