নাজমুল হোসেন, (মিলানো, ইতালি)- ইতালির মিলানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিলান শাখার কর্মী সভা ও বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল স্থানীয় একটি হলরুমে মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত, সমবেত জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন, ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম। প্রথম পর্বে কর্মী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি খান এমদাদ হোসেন, মিলান বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক হারুন ওর রশিদ,সহ সভাপতি আনোয়ার বেপারী, শাহীন হাওলাদার, নুরুল ইসলাম জুয়েল, আবুল কালাম, মুন্সী, শাহ আলম, হাসিব আলম সেলিম, তোফাজ্জল হোসেন তপু, যুগ্ম সম্পাদক রুহিন আহমেদ, সালেক আহমেদ, মীর হোসেন বিপ্লব, রাজু খান, এ কে রুহুল সান প্রমুখ। আলোচনা সভায় কর্মীরা অবিলম্বে একটি সুষ্ঠ সুন্দর মেয়াদউত্তীর্ণ মিলান বিএনপি গঠনের জন্য আহ্বান জানান ইতালি বিএনপির নেতৃবৃন্দদের নিকট এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আরো গতিশীল আন্দোলনের জন্য সকল নেতাকর্মীকে এগিয়ে আসার অনুরুদ জানানো হয়। কর্মী সভা প্রতিবাদ সভায় রূপ নেয় এবং খালেদা জিয়া কে অবিলম্বে জামিনে মুক্ত করে আন্তে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে বলে আশ্বাস ব্যক্ত করা হয়।