পর্তুগাল বাংলানিউজ ডেস্ক: ঢাকা মিরপুরের কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে । স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে লাগা ওই আগুন নেভাতে ১১টি ইউনিট কাজ করেছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ৩টি ইউনিট কাজ করছে।
কালশীর বস্তিটিতে তিন শতাধিক ঘর রয়েছে বলে সেখানকার একাধিক বাসিন্দা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ৭০/৮০টা ভাঙারির দোকান। যতখানি দেখা যাচ্ছে, দোকান ও ঘর মিলে ইতিমধ্যে দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। এরমধ্যে ভাঙারির দোকানই বেশি। কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
Pbnews/Anamulhaqe