হানিফ খান দাউদকান্দি (কুমিল্লা): গতকাল দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পুটিয়া বালুর মাঠে যুব সমাজের উদ্যোগে এক কাবাডি খেলার আয়োজন করা হয়। খেলায় লাল দলকে ৪৭-২১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সবুজ দল জয়লাভ করে। দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর খেলা শুরু হয়। তরুন সমাজ সেবক, কুমিল্লা উত্তর জেলা প্রজন্ম লীগের সাধার সম্পাদক ও উপজেলা যুবলীগেরে সদস্য হাজ্বী মোঃ আলী আহম্মেদ মিয়াজির স্বাগত বক্তব্যের পর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম খেলার উদ্বোধনী ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কৃষি পদক প্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত , রেফারী ছিলেন সাবেক জাতীয় কাবাডি খেলায়াড় মকবুল হোসেন ও ধারা ভাষ্যে ছিলেন মোঃ কবির হোসেন। প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন মুন্না ও ইলিয়ট গঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির সদস্য মাহবুব আলম সবুজ।