পর্তু প্রতিনিধি : বাংলাদেশ এসোসিয়েশন পর্তুগাল নর্থ কর্তৃক পর্তুগালের পর্তু ইনডোর ষ্টেডিয়ামে এক প্রীতি ব্যাডমিন্টন ম্যাচের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে নক আউট পদ্ধতিতে মোট আটটি দল অংশগ্রহণ করেন । বিপুল সংখ্যক পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে খেলাটি শেষ হয়। উক্ত খেলায় রানার্স আপ হন জর্জ ও জয় এবং চ্যাম্পিয়ন হন মনির হোসেন ভুইয়া সোহেল ও রুবেল আহমেদ । তৃতীয় স্থান অধিকার করেন মফিজুর রহমান সুফল ও আজহার।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন পর্তুগাল নর্থ এর সভাপতি জনাব ফারুক হোসেন, সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মাতবর, আব্দুল হাই, সাধারণ সম্পাদক জনাব কাজল আহমেদ, এসেম্বলী কমিটির সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম, ইসলামিক ফোরাম পর্তুগাল পর্তু জোনের সভাপতি জনাব নবীউল হক সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । খেলাটি পরিচালনা করেন সাইফুল হাসান এবং সর্বশেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিতি অতিথিদের মধ্যে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ জানিয়েছেন স্পেনের সীমান্তে ভিলা নভা দো সার্ভেইরা থেকে আগত কামরুল ইসলাম ভাই ও তাহার পরিবার এবং বাপ্পী ভাইকে।
Pbnews/AnamulHaqe