পর্তুগাল বাংলানিউজ ডেস্ক: পর্তুগালের লিসবনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে।গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৯:৩০ মিনিটে মিনালস রেষ্টুরেণ্টে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সততা-দেশপ্রেম, ঐক্যবদ্ধ-প্রগতি এই স্লোগানকে সামনে নিয়ে ও বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগালের এগিয়ে যাওয়া। এর ধারাবাহিকতায় পর্তুগালের করোনাকালীন বিধিনিষেধ মেনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল বিজয়ের ৫০বছর উদযাপন করেছে।
বিজয় দিবসের এই আলোচনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল এর ভারপ্রাপ্তে সভাপতি মিলন ব্যপারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আহম্মেদ লিটনের সঞ্চালনায় প্রধান অতিথী ছিলেন প্রবীন রাজনৈতিক রানা তসলিম উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মুন্সীগঞ্জ জেলার সাধারন সম্পাদক শামীম হাওলাদার।
আলোচনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি রনি হুসাইন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের পর্তুগাল শাখার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সদ্য সাবেক সভাপতি শিপলু আহম্মেদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল-এর সদস্যগণ।