অনলাইন ডেস্ক
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধুর দুই খুনির একজন আমেরিকায় আরেকজন কানাডায় আছেন। আমেরিকায় যিনি আছেন তাকে দেশে ফিরিয়ে আনা হবে। কানাডায় যিনি আছেন তাকে ফিরিয়ে আনতে আইন প্রচেষ্টা চালানো হচ্ছে। বাকি চারজন কে কোথায় আছেন তাদের বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে।
আমি বলতে চাই বঙ্গবন্ধুর খুনিরা যে যেখানেই থাকুক তাদের কে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর দুই খুনির একজন আমেরিকায় আরেকজন কানাডায় আছেন।
পিবিএন