ফয়সাল আহাম্মেদ দ্বীপ ফ্রান্স থেকেঃ মুন্সিগঞ্জ সিরাজদিখান এসোসিয়েশন ফ্রান্সের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্যারিসের সিম্পলনের স্থানীয় এক হল রুমে বিপুল সংখ্যক সিরাজদিখান উপজেলার ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে সংগ্রাম সাইফুলকে আহ্বায়ক, মাহমুদুল হাসান, আলামিন, আশরাফ হোসেন, সুশান্ত দাস, মোমিন মোড়লকে যুগ্ম আহ্বায়ক। অপু ঢালী, শামীম মৃধা, মাহমুদুর রহহমান জয়, জয় ঘোষ, তুহিনকে সদস্য করা হয়।
উল্লেখ্য আগামী তিন মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটিকে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সময় নির্ধারন করে দেয়া হয় সভা থেকে। ভাল থাকবো, ভালো রাখবো এই স্লোগানকে সামনে রেখে এই সংগঠনের যাত্রা শুরু হলো। সংগঠনের নেতৃবৃন্দরা মনে করেন প্রবাসীদের সংঘবদ্ধ একটি দল চাইলেই যে কোন কিছু করা সম্ভব। দেশে এবং প্রবাসে অসহায় মানুষের পাশে দাড়ানো, একে অপরের সহযোগীতা, ঐক্যবদ্ধ ভ্রাতৃত্ববোধ এই সংগঠনের মেল বন্ধন হিসাবে কাজ করবে। এছাড়াও সভায় সবার সর্বসম্মতিতে যারা এখনো অন্তর্ভূক্ত হতে পারে নি তাদেরকে সংগঠনের আওতাভুক্ত করে একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দেবেন বলে জানান।