ইতালি প্রতিনিধি – অপশক্তি দূর্নীতি ও পেশীশক্তির বিরুদ্ধে ঝাঁঝাঁলো কথার গান নিয়ে আসছেন প্রবাসী সঙ্গীত শিল্পী মানসিব।এস ,এ, মেরিন এর কথায় গানের সুর ও সঙ্গীতায়ন করেছেন মানসিব নিজেই । গানের গীতিকার এস,এ,মেরিন প্রসঙ্গে বলতে গিয়ে মানসিব বলেন: আসলে এটি ছিল মূলত আমার লেখা কবিতা, উনি (মানসিব) এটাকে ফেসবুকে প্রকাশের পর দেখে, সুর করে গেয়ে আমার কাছে পাঠায়| আমি শুনে অভিভুত, পরে আমি মানসিবকে ফোন দিয়ে বললাম আমি পুরো গানটি করে দিচ্ছি, কারণ আমার লেখার যেমন সুর ডিমান্ড করে তিনি ঠিক সেভাবেই গেয়েছেন। অসাধারণ করেছেন তিনি, উনি খুব ভালো গায় এনং গান বোঝে| বর্তমানে অনেক শিল্পীই এখন গান বুঝে গান করে না, মানসিব সে ক্ষেত্রে ব্যাতিক্রম।
এই গান প্রসঙ্গে সংগীত শিল্পী মানসিব আমাদের জানায়: এ ধরণের গান এটিই তার প্রথম, ফেসবুকে প্রকাশিত গানের কবিতাটা দেখেই তার ভেতর অন্যরকম একটা ভালোলাগা কাজ করেছে। আর তখনি সিদ্ধান্ত নেয় এটাকে সুর করে একটা নতুন রূপ দেওয়ার। মেরিন ভাই অনেক ভালো লেখেন। যদিও উনার সাথে এটিই আমার প্রথম কাজ। এ ধরণের গান সচরাচর হয়না, কারণ এমন লেখা পাওয়া মুসকিল| আমি আমার সকল অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের অবস্থান থেকে এই গানের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে এক ধরণের প্রতিবাদ করার চেষ্টা করেছি। তিনি আরও বলেন: আমার নিজের বেশ কিছু মৌলিক গানের মধ্যে ’’দানবের সাথে মানবের যুদ্ধ’’ শিরোনামের এই গানটি সত্যিই একটি প্রতিবাদী এবং ব্যতিক্রমধর্মী গান। আশা করছি এই গান শ্রোতাদের অুনুপ্রেরণা ও ভিন্নমাত্রার স্বাদ যোগাবে ।বাকিটা শ্রোতাদের উপর ছেড়ে দিবো। ইচ্ছা আছে মেরিন ভাইয়ের সাথে ভবিষ্যতে আরও কাজ করার। আশা করছি আমার এই নতুন কাজটি সবার খুব বেশি খারাপ লাগবেনা|
pbnews/anamulhaqe