পর্তুগাল বাংলানিউজ ডেস্ক: বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নুরুল গণির স্যার বার্ধক্য জনিত কারণে ২৫ সেপ্টেম্বর দুপুর ২ টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, জামাতা, নাতি- নাতনি, আত্মীয়-স্বজনসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের সামাজিক ঈদগাহে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাঁর নিজ গ্রাম জিয়ারকান্দি বড় বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজায় এলাকার সূধীজনসহ সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন এবং তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।
গৌরিপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, দাউদকান্দি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, রোটারী ক্লাব অফ দাউদকান্দির সাবেক প্রেসিডেন্টসহ অনেক সমাজ উন্নয়নমূলক সংগঠনের উপদেষ্টা ছিলেন। বর্ণাঢ্যময় জীবনে অধ্যাপক মোঃ নূরুল গণি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। সমাজ উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অতি প্রশংসনীয়।