সোহাগ পর্তু প্রতিনিধি : পর্তুগালের বানিজ্যিক রাজধানী পর্তু শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)পর্তু শাখার উদ্যোগে লাভি শপিং এর কাবাব কর্ণারে স্থানীয় সময় সন্ধ্যা ৮:৩০ মিনিটে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, দেশনেত্রী বেগম খেলেদা জিয়ার মুক্তি, সাবেক ভাইস প্রেসিডেন্ট সাবেক মেয়র ও মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার সাদেক হোসেন খোকা ভাইয়ের মৃত্যুতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পর্তুগালের পর্তু বিএনপির সভাপতি, জনাব মো: কাজল আহমেদ সভাপতিত্বে, কাইয়ুম উদ্দিন লিটনের এবং মোহাম্মদ আমির কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে মূল আলোচনার শুরু হয়।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির পর্তু শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মামুন হাজারীসহ মঞ্চে উপস্থিত ছিলেন পুর্তু বিএনপি সম্মানিত সেক্রেটারী জনাব তাজুল ইসলাম, উপদেষ্টা মন্ডলী মধ্যে উপস্থিত ছিলেন, জনাব ইদ্রীস মাতাব্বর এবং জনাব আব্দুল হাই। এছাড়া আরো উপস্থিত ছিলেন পর্তু বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি জনাব রফিক মোল্লা, সহ-সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সুজন, সহ-সভাপতি রফিকূল আলম মোল্লা ও কোষাধ্যক্ষ হাসিবুল হাসান মৃধা প্রমুখ।
সভাপতি জনাব কাজল আহম্মেদের বক্তব্যে মেধাবী ছাত্র আবরার সহ সকল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল সন্ত্রাসী হামলার বিচার নিশ্চিত করার জোর দাবী জানান।
সকল অথিতিথিদের বক্তব্যে বর্তমানে বাংলাদেশের অরাজকতার পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানানো হয়। গেরিলা মুক্তিযোদ্ধ কমান্ডার খোকা ভাইয়ের সাথে সরকারের প্রতিহিংসা মূলক আচরনের তীব্র প্রতিবাদ জানানো হয়। ৭ই নভেম্বরের ঐতিহাসিক পূটভৃমি জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিবাদ সবাই অনতিবিলম্বে গনতন্ত্রে কান্ডারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবী জানান। সভার সমাপ্তিকালে খোকা ভাইয়ের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জনাব হাজারী ভাই।