পর্তুগাল বাংলানিউজ ডেস্ক: পর্তুগাল বিএনপির আয়জনে লিসবনের বাঙ্গালী অধ্যসিতো মাতৃ মনিজের ফুড গার্ডেন রেষ্টুরেন্টের হল রুমে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্হানীয় সময় রাত ৯.০০মিনিটে পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম সিকদার। এছাড়াও সভায় বক্তব্যে রাখেন মাতৃ মনিজ মসজিদের সেক্রেটারি সাজিদুল আলম, পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমির সোহেল, হাওলাদার উদ্দিন জয়, মুকিতুর রহমান চৌধুরী সেলিম, সাইফুল ইসলাম, আবু নায়েম মোহাম্মদ আবদুল্লা, সাইফুল আলম খোকন, বেলাল, কাইসল আহমদ, মিলন আহমেদ, এম .কে .নাসির উদ্দিন, মামুন চৌধুরী, নাসির ঊদ্দিন সামী ,আকসামুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাগন, অনতি বিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি সহ বলেন আ’লীগ আজ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে। মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস প্রকল্প গঠন ও দলিলপত্র সংরক্ষণের উদ্যোগনেন শহীদ জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় গঠন করেন বেগম খালেদা জিয়ার সরকার। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনাকারী জিয়াউর রহমানের দল বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্তি কিনা সেই সার্টিফিকেট এখন যারা দিচ্ছে যাদের স্বক্ষমতা থাকা সত্বেও মুক্তিযুদ্ধে যোগ দেয়নি। এছাড়াও আলোচনা সভার শুরুতে লিসবন শিল্পীগোষ্ঠীর পরিচালনায় দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, মরহুম শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও মুক্তিযুদ্ধের নিহত সকল শহীদ সহ দেশের শান্তি এবং সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Pbnews/Anamulhaqe