পর্তুগাল বাংলানিউজ ডেস্ক: পর্তুগালের রাজধানী লিসবনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনাসভা করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে ‘শিক্ষা শান্তি প্রগতি’ শ্লোগানকে সামনে রেখে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ লিসবন শাখার আয়োজনে স্থানীয় মিনহালস রেষ্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদনান রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিদ্দিক রহমান আকাশ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন প্রবীন রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব তসলিম উদ্দিন রানা, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিলন বেপারী,বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল শাখার সাধারন সম্পাদক আহম্মেদ লিটন, পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শিপলু আহম্মেদ,বাংলাদেশ ছাত্রলীগ ফ্রেন্স শাখা র সহ–সভাপতি মোহাম্মদ ফরহাদ আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাউদ্দিন শিমুল, সোহেল রানা, মুহিব আহমেদ, খুলুদ আহম্মেদ, কাওসার আহম্মেদ,জহির উদ্দিন, মিনহাজ আমীন,আলী আহসান, বদরুল ইসলাম,জসিম, লিটন, খোকন, রাসেল, টিটুসহ উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিজ মহিমায় ভাস্বর হয়ে থাকবে, দীপ্তি ছড়াবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী।