অনলাইন ডেস্ক :
সরকারি এবং বেসরকারি মেডিকেল ছাত্রদের উদ্যোগে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাজধানীর তেজগাঁও এলাকার তিব্বতের মোড়, ১৪ নং আলকাতরা বস্তি, কাকরাইল মোড়, হাইকোর্ট ও প্রেসক্লাব এলাকায় গরীব ও দুস্থ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহের ছাত্রদল নেতা ডাঃ বেলাল হোসেন নাজিম, ডাঃ জামশেদ আলী তুষার, ডাঃ তৌহিদুর রহমান আউয়াল, ডাঃ মোঃ আতিকুর রহমান, ডাঃ মঞ্জুরুল ইসলাম, ডাঃ ইকবাল হাসান ও ডাঃ মেহেদী হাসান সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও দুস্থ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
pbnews/n.khan