অনলাইন ডেস্কঃ
দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানের মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের বড় ফরম্যাটের কোনো খেলা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে কাটলো দীর্ঘ অপেক্ষার প্রহর।
কানায় কানায়পূর্ণ সমর্থকদের করতালিতে মুখোরিত পুরো স্টেডিয়াম। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হলে, দীর্ঘ সময়ের ঘরের মাঠে ক্রিকেট উদযাপনের সময়ও আরেকটু দীর্ঘায়িত হলো আরেকটু। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এসে সেটি ফুটে উঠল গ্যালারীতে।
পাকিস্তান একাদশ : ফাখর জামান, ইমাম উল হক, বাবর আজম, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, উসমান শিনওয়ারি।
শ্রীলঙ্কা একাদশ : লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, দানুশকা গুনাথিলাকা, আভিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।
pbnews/n.i.khan