নিজস্ব প্রতিবেদক: দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড হতে নিখোঁজ সাইফুলকে ফিরিযে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন, তার পরিবার ও এলাকাবাসী। ২ অক্টোবর শুক্রবার ২০২০ইং সকাল দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মানববন্ধনে ‘সাইফুলের সন্ধান চাই’, সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেয় তার পরিবারের সদস্যগণ ও এলাকার শত শত নারী-পুরুষ। এ সময় সাইফুলের মা জাহানারা বেগম বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাই, আমার ছেলেকে জীবিত অবস্থায় যেন আইনশৃঙ্খলা বাহিনী ফিরিয়ে দেয়’। সাইফুলেরর বড় ভাই জহিরুল ইসলাম বলেন, ‘আমার ভাই নিরপরাধ। কারো সাথে কোন ঝগড়াঝাটি কিংবা কোন খারাপ কাজে জড়িত নেই। কি কারণে, আমার ভাইকে উঠিয়ে নিয়ে গেছে, আমরা জানি না’।
তিনি আরো বলেন, ‘আমাদের আকুল আবেদন, আইনশৃঙ্খলা-বাহিনী যদি আমার ভাইকে নিয়ে থাকে, তাহলে তারা যেন জীবিত অবস্থায় তাকে আমাদের মাঝে ফেরত দেন’। সাইফুলের স্ত্রী বলেন, ‘আমার স্বামী কোন অপরাধী না। আমার স্বামীকে কেন সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে গেছে, আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার চাওয়া, আমার সন্তান যেন এতিম না হয়। তিনি যেন আমার স্বামীকে ফিরে পেতে সাহায্য করেন’।
এ সময় তাদের গগনবিদারী কান্নায় চারপাশ ভারী হয়ে উঠে। মানববন্ধনে যোগ দেওয়া শত শত নারী-পুরুষের কন্ঠ হতে উচ্চারিত হয়, ‘আমরা সাইফুলকে জীবিত ফেরত চাই, সাইফুলকে ফিরিয়ে দাও’।
উল্লেখ্য, উপজেলার পেন্নাই গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র-গৌরীপুর বাসস্ট্যান্ডের ব্যবসায়ী সাইফুল ইসলামকে গত ২৪শে সেপ্টেম্বর, গৌরীপুর-মতলব সড়ক হতে সাদা পোশাকে ৪ জন লোক হাতকড়া পরিয়ে কালো মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায়। পরে ২৫ শে সেপ্টেম্বর দাউদকান্দি মডেল থানায় একটি জিডি করেন, সাইফুল ইসলামের বড় ভাই জহিরুল ইসলাম।