মুজাহিদ নাসিম দাউদকান্দি প্রতিনিধি: ১৮ অক্টোবর সোমবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুরে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্ট্যান্টেস সিসিডিএ’র উদ্যোগে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এই স্লোগানে কিশোর-কিশোরি ও যুব ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সিসিডিএ’র আদমপুর-১ এলাকা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুই বার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত পরিবেশ ও সমাজ উন্নয়ন সংগঠক মতিন সৈকত। তিনি বলেন-‘সিসিডিএ’র আয়োজনের মাধ্যমে যুব সমাজের মাঝে হারাতে বসা সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা ফিরিয়ে আনতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনেক বেশি সহায়ক হবে।
বক্তব্য রাখেন- সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ হাসান আলী, এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম, ফিসারিজ অফিসার মোঃ লেমন মিয়া, ডকুমেন্টেশন অফিসার মোঃ নুরুন্নবী রাসেল। কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জয় সাহা, পেইজ প্রকল্পের হ্যাচারি ব্যবস্থাপক ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ উজ্জ্বল সহ সিসিডিএ’র বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও আত্মার মাগফেরাত কামনা করেন। শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকার যুব, যুব নারী ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্য বৃন্দ৷ আলোচনা সভার শেষাংশে বিজয়ী প্রতিযোগিদের মাঝে শেখ রাসেল কে নিয়ে লেখা নানা বই ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। সিসিডিএ’র আয়োজনে বর্ণাঢ্য এই আয়োজনে সহযোগিতা করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।