অনলাইন প্রতিবেদক
আমেরিকার প্রামাণ্য চলচ্চিত্রকার মাইকেল মুর বলেছেন ট্রাম্প বিভ্রান্তিকর তথ্য দিয়ে করোনা ভাইরাসের হুমকিকে উপেক্ষা করতে চায় এবং এটাকে সাধারণ ব্যাপার হিসেবে দেখাতে চায়। জনগণের কাছে প্রকৃত পরিস্থিতি গোপন করার ঘটনাকে তিনি করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেন।
আমেরিকায় মাস্ক স্বল্পতার কারণে জনগণ আতঙ্ক বোধ করছে। একইসঙ্গে ক্রেতাদের ব্যাপক চাহিদার কারণে চেইন শপিং সেন্টারগুলোও সংকটে পড়েছে।
এসোসিয়েটেড প্রেস আরও জানিয়েছে আমেরিকার প্রাদেশিক কর্মকর্তারা করোনা ভাইরাস বিস্তারের ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেছেন। মাস্ক এবং গ্লভসের মতো নিত্য প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে মার্কিন ফেডারেল সরকার এবং তাদের চেইন শপিং সেন্টারগুলো।এপি আরও জানিয়েছে সমগ্র ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দোকানগুলো খাদ্যপণ্যসহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামের চাহিদা মেটাতে না পেরে মহাসংকটে পড়েছে।
এদিকে জার্মানি, ইতালি, ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলোতেও জীবাণুনাশক জেল কিংবা মাস্কের মতো সরঞ্জামের স্বল্পতা দেখা দিয়েছে। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি জানিয়েছে সেদেশে ৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।ওয়াশিংটনের কর্মকর্তারাও সেদেশে করোনা ভাইরাসে ১ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে। এই পরিস্থিতি করোনা পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে প্রশ্নের সম্মুখিন করেছে। তিনি বলেছেনে আমেরিকায় করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
(পার্সটুডে)
pbnews/nk