অনলাইন ডেস্ক:
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খুলনা টাইগার্সের হয়ে খেলতে ঢাকায় আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হাশিম আমলা। মঙ্গলবার বাংলাদেশের পা রাখবেন আমলা, এমনটাই জানিয়েছে খুলনা টিম ম্যানেজমেন্ট।
‘বঙ্গবন্ধু’ বিপিএলে খুলনার বাকী ম্যাচগুলোতে খেলবেন আমলা। বর্তমানে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে খুলনা। খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘আগামীকাল দলের সাথে যোগদানের পর টুর্নামেন্টের বাকী সবগুলো ম্যাচেই খেলবেন আমলা। একজন অভিজ্ঞ খেলোয়াড়ের আগমনের অপেক্ষায় আছি আমরা।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে ১৮১ ওয়ানডেতে ২৭ সেঞ্চুরিসহ ৮ হাজার ১১৩ রান করেছেন আমলা। ৫০ ওভার ফর্মেটে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তিনি। ২৭টি সেঞ্চুরিও করেছেন তিনি। তিন ফরম্যাটে ৫৫ সেঞ্চুরিতে ৩৪৯ ম্যাচে ১৮ হাজারের বেশি রান করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ও ওয়ানডে র্যাংকিং-এ নাম্বার ওয়ান ব্যাটসম্যানও হয়েছেন আমলা।
pbnews/nikhanmamun