অনলাইন ডেস্ক:
প্রায়ই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিত ছবি আপলোড করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এসব ছবির সঙ্গে বিভিন্ন লেখাও জুড়ে দেন।
একটি ছবির সঙ্গে প্রভা লিখেছেন, শুধু আমিই জানবো, কেউ একজন আমার হাতটা শক্ত করে ধরেছিল … কেউ একজন আমার সাথে বৃষ্টিতে ভিজেছিল … কেউ একজন আমার কপালের টিপ ঠিক করে দিতো … কেউ একজন আমার চোখের দিকে তাকিয়ে থাকতো … কেউ একজন খুব সকালে ফোন করে আমার ঘুম ভাঙ্গাতো … কেউ একজন ফিশফিশ করে রাতে কথা বলতো!
প্রত্যেকের জীবনে এই “কেউ একজন” থাকে… কারো কারো ভাগ্য হয় ঐ “কেউ একজন” এর সাথে সারা জীবন থাকার … আর কারো কারো ভাগ্য হয় “অন্য কোন একজন” এর সাথে সারা জীবন থাকার!
“পৃথিবীর যে কেউ আমার চোখের জলের কারণ হতে পারে … কিন্তু ঐ “টুপ করে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু” টা কিন্তু একজনই, একজনের জন্যই … ওটা কখনই কেউ হতে পারে না, পারবে না … “টুপ করে গড়িয়ে পড়া অশ্রুটার” কথা কেউ জানে না … কেউ না!”
বরাবরই সোশ্যাল মিডিয়াতে সরব ছোট পর্দার আলোচিত অভিনেত্রী প্রভা।
pbnews/sobiz