ইতালি প্রতিনিধিঃ ইতালির রোমে বৃহত্তর কুমিল্লা সমিতি(ইব্রাহিম-সিরাজ) পরিষদ থেকে গণ-পদত্যাগ করেছে একাধিক সদস্য। বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক সিরাজ উল ইসলাম মৃধা এর বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগ এবং ইতালিস্থ চাঁদপুর জেলা সমিতি ভাংগনে কতিপয় নেতার সরাসরি ইন্দনের অভিযোগ এনে তারা গণ-পদত্যাগ করেন। সোমবার রাতে রোমের রসই রেস্তোরাঁয় এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন যেখানে সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করবে তা না করে কুমিল্লা সমিতির কতিপয় নেতৃবৃন্দ আমাদের মধ্যে বিভক্ত সৃষ্টির পায়তারা চালায়। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আগামী দিনে বৃহত্তর কুমিল্লার সুন্দর সমাজ গঠনে প্রবীন এবং নবীনরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই।আমাদের নাম বৃহত্তর কুমিল্লা সমিতির ইব্রাহিম- সিরাজ পরিষদে ব্যবহার না করার জন্য অনুরোধ করা গেল। পদত্যাগ করা নেতৃবৃন্দরা হলেন উপদেষ্টা জিয়াউল হক জিয়া,মিয়া আমিন সোলয়মান,সহ সভাপতি আবুল কাশেম পাটোয়ারী,মোয়াজ্জেম হোসেন মিয়াজী,আনোয়ার হোসেন,আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন,সদস্য খাজা আহমেদ,ইমরান হোসেন,খায়রুল ইসলাম,মোঃ মহিন সহ আরো অনেকে। চাঁদপুরের এই নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুর জেলা সমিতির সদস্য সচিব নাসির উদ্দিন মানিক সহ আরো অনেকে।