ইতালি প্রতিনিধি – ইতালি আওয়ামীলীগ বলোনিয়া শাখার বর্ধিত সভা রবিবার স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভার প্রথম পর্বে ইতালি আওয়ামীলীগ বলোনিয়া শাখার সভাপতি ডায়মন্ড শিকদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদ হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বলোনিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কালাম বেপারী, বাংলাদেশ সমিতি বলোনিয়ার সভাপতি নিয়ামত শিকদার, বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি আকবর শিকদার, বৃহত্তর টাঙ্গাইল সমিতির সভাপতি এনামুল হক লাভু, খুলনা সমিতির শহিদুল ইসলাম রেনু, নবাবগঞ্জ সমিতির সভাপতি মঞ্জুরুল আলম, বরিশাল সমিতির আলী হোসেন মাস্টার, মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম, বাংলাদেশ সমিতির সহ সভাপতি ফজলূল হক, বলোনিয়া আওয়ামীলীগের মাসুদ হাওলাদার, বিপ্লব হাওলাদার, আলী হোসেন শিকদার,মিন্টু চৌধুরী, জিয়া খান, রিপন গাজী, জেবুল হাওলাদার, শেখ আলম, উজ্জ্বল মিয়া, আবু বকর, রিপন মুল্লা ও সীমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত নেতৃবৃন্দদের ঐক্যমতের ভিত্তিতে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নিয়ামত শিকদার কে সভাপতি ও বিপ্লপ খান কে সাধারণ সম্পাদক হিসেবে বলোনিয়া আওয়ামীলীগের দায়িত্ব প্রধান করা হয়। সভাপতি সম্পাদকের নাম ঘোষণার মধ্য দিয়ে বলোনিয়া আওয়ামীলীগ এর নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং ঐক্ষবদ্ধ ভাবে বলোনিয়া আওয়ামীলীগের হয়ে কাজ করার অঙ্গীকার করেন। নবগঠিত কমিটির সভাপতি সম্পাদক আগামী তিন মাসের মধ্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জাকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।