নিউইয়র্কে ইউনিসেফের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান।
সাকিব আল হাসান মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতা সাময়িক। দল আবার ঘুরে দাঁড়াবে। নিউইয়র্কে ইউনিসেফের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সাকিব এ কথা বলেন।
বাংলাদেশ ক্রিকেট নিয়ে আত্মবিশ্বাসী সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অধিনায়ক মনে করেন বাংলাদেশ ক্রিকেট দল এ মুহূর্তে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ের বাজে সময় কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে দল আবার ছন্দে ফিরবে।
বৃহস্পতিবার নিউইয়র্কে চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নিজের আশাবাদের কথা জানান সাকিব। তরুণদের দক্ষতার উন্নয়নে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের এ পুরস্কার গ্রহণ করেন।
বাংলাদেশ ক্রিকেট নিয়ে আত্মবিশ্বাসী সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অধিনায়ক মনে করেন বাংলাদেশ ক্রিকেট দল এ মুহূর্তে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ের বাজে সময় কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে দল আবার ছন্দে ফিরবে।
pbnews/n.i.khan