নিজস্ব প্রতিবেদকঃ গত ৯.১১.২০১৯ বিকালে গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার বাঁশবাড়িয়া আহাম্মদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) আয়োজিত সৈয়দ আলী আহসান স্মারক গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রধান আলোচক মুহাম্মদ ফয়জুল কবির এবং বিশেষ অতিথি ছিলেন ইতিহাস গবেষক মোহাম্মদ অাশরাফুল ইসলাম, মুন্সীবাড়ীর কৃতীসন্তান একেএম নাসিমুজ্জামান ও নাট্যব্যক্তিত্ব সাইদুর রহমান সাঈদ। অনুষ্ঠানে মেজর অব.একেএম আখতারুজ্জামান, মোহাম্মদ এমদাদুল হক, ডা.মো: হুমায়ুন কবীর, অধ্যাপক রওশন আরা ডেইজি ও মোহাম্মদ এমদাদুল হককে সৈয়দ আলী আহসান স্মারক গুণীজন সম্মাননা প্রদান করা হয়। আহাম্মদ স্মৃুতি পাঠাগারের জন্য আমার লেখা বইয়ের একসেট দান করি এবং পুরষ্কারপ্রাপ্ত প্রত্যেক গুণীজনকে পাঁচ বিদ্যাসাগর বইটি উপহার দেওয়া হয়। অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের ভ্রমণটি যেমন ছিল ঝুঁকিপূর্ণ ঠিক তেমনি দুর্যোগ উপেক্ষা করে সকল মহলের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে সার্থক ও সফল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এম,এ,হান্নান এবং সাংবাদিক ও অভিনেতা এন. অাই. খান মামুন।
pbnews/anamul