অনলাইন ডেস্কঃ
১০ মহররম আশুরার দিনটি ইসলামে বিশেষ গুরুত্বপূর্ণ ও মর্যাদার দিন। পবিত্র আশুরা পালনে প্রস্তুত পুরান ঢাকার হোসেনী দালান। এরই মধ্যে তাজিয়া মিছিলের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করেছে হোসেনী দালান কর্তৃপক্ষ।প্রায় ৪০০ বছরের ঐতিহ্যের বাহক হোসেনী দালানে নানা শ্রেণি পেশার মানুষ মনের আশা নিয়ে ইমাম হোসেনের প্রতীকী যারী মোবারক দর্শন করছেন। মহররম মাসের শুরু থেকে ১০ তারিখ পর্যন্ত থাকে নানা কর্মসূচি। “মেহেদি নাযার” নামে চলে বিশেষ মজলিশ, চলে প্রার্থনা।মূল আনুষ্ঠানিকতা তাজিয়া মিছিলকে ঘিরে হলেও এর আগে তিন দফা মিছিল বের করেন হোসেন ভক্তরা।
নিরাপত্তার কথা মাথায় রেখে এবারও দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম লাঠি ও আগুন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসেন বলেন, প্রশাসনের সার্বিক নিরাপত্তা ও সহায়তা অব্যহত আছে।
pbnews/sports