শাহাবুদ্দিন শিহাবঃ
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের ৩নং ওর্য়াডের দলপাড়া গ্রামে আলোকিত মানুষ ফাউন্ডেশন এর উদ্যোগে সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনা ভাইরাস সচেতনেতা মূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় / কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হওয়া সভায় সকলের পরামর্শের ভিত্তিতে সকলের কল্যানে গ্রামকে সুরিক্ষিত রাখার জন্য কিছু বাস্তবিক পদক্ষেপ গ্রহন করা হয়।
১। জুমার নামাজে মুসুল্লিদের সুরক্ষার ব্যাবস্থা গ্রহন।
২।গ্রামে ঢুকার প্রবেশ পথ কমানো এবং প্রবেশ পথে জীবানু নাশক স্প্রের ব্যবস্থা করা।
৩।বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধের সিদ্বান্ত গ্রহন।
৪।গ্রামে মেহমান সহ গ্রামের যেকোন ছেলে যারা বর্তমানে গ্রামের বাহিরে অবস্থান করছে গ্রামে প্রবেশের পূর্বে অব্যশই গ্রাম পরিচালকদের অনুমতি নিতে হবে।
৫।শুধুমাত্র আসরের নামাজের পরে স্বল্প সময়ের জন্য ঘর থেকে মাস্ক পরে বের হতে পারবে.. নিরাপদ দূরত্ব বজায় রেখে একসাথে সর্বচ্চো তিনজন।
৬।গ্রামের বিতরের দোকানগুলো খোলা এবং বন্ধের সময় নির্ধারন।
৭। চা বিক্রিরির ক্ষেত্রে অব্যশই ওয়ান টাইম গ্লাস ব্যাবহার করতে হবে।
৮।গ্রামের তিনটা মসজিদ থেকে দৈনিক একবার করে বাদ মাগরিব করোনা সচেতনতা সম্পর্কে মাইকিং করা হবে।
pbnews/nk