দাউদকান্দি প্রতিনিধি: দাউদকান্দির গৌরীপুরে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর ‘১৯ইং মঙ্গলবার উপজেলার গৌরীপুরে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের বাংলা ক্যাম্পাসে প্রথমে ১শত (কম্বল) শীত বস্ত্র বিতরণ ও পরে এক বর্ণিল অনুষ্ঠানের মধ্যদিয়ে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: সেলিম মিয়া তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি-কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান, স্কুলের অধ্যক্ষ ড. সন্তোষ মজুমদার, স্কুলের পরিচালক মো: নজরুল ইসলাম ও রোটারিয়ান সাইফুল ইসলাম লেলিন। পরে স্কুলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় বিমূগ্ধ হয় অতিথিসহ উপস্থিত সকলে।
Pbnews/Anamulhaqe