অপছায়ায় ভালোবাসায়
সিকদার মোহাম্মাদ সুজন
তুই যাবি –ই যদি চলে
তবে এসেছিলি কেনো মনের ভূলে ?
আশা জাগিয়ে শিখিয়ে দিয়ে গেলি..
ভালোবাসা কারে কয় – !
তুই কেনো এসেছিলি তবে ?
দিয়ে দিলি এক নীরবতায় ঘেরা
সীমাহীনতা বধি গুঁড়িয়ে নিজেকে সরিয়ে !
চলে গিয়ে দিলি স্বার্থ কারে কয় !!
হৃদয়ের রক্ত ক্ষরণ দেখছিস কভু ?
দেখবি তো চলে আয় এ হৃদয়ের আঙ্গিনায় …
খেজুর কাঁটার তীখ্র আঁচড়ে …
রক্তিম এক বিছানা এ বুক আমায় !
তুই সতি্য এক উদাহরণ, প্রাণবন্ত এক শিহরণ!
নিজেকে তুই বড্ড বেশী – ই শিখালী আজ…
আর দেখালি হিংস্রতার এক অভিনব উপায়!
তোর –ই জন্য এ ভালোবাসা মোর
রইলো অবিনশ্বর হয়ে
তোর ঐ সম্মুখ পথ চলায় আর ভালো থাকায়
আমায় হারালি তুই চীরতরে দিয়ে বিদায়।
বিশ্বাস কর আমি হারিনি আজ
আমার এ মনের কাছে…….
হেরেছিস তুই নিজেই
তোর –ই নিজেতে অবিশ্বাসে……
ভালো থাক তুই তোর অপছায়া নিয়ে।
আএ আমি রইবো দূরে রইবো কষ্ট ঘিরে…