কুমিল্লা প্রতিনিধি : অধ্যাপক নুরুল গনি স্যার বার্ধক্য জনিত কারণে আজ ২৫ সেপ্টেম্বর ২০১৯ইং দুপুর ২ ঘটিকায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)।
গৌরিপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, দাউদকান্দি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও রোটারিয়ান ছিলেন। অধ্যাপক নুরুল গনি স্যারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থী রেখেগেছেন। এই মৃত্যুতে আমরা “বাংলাদেশ ফ্রেন্ডস ফাউন্ডেশ“ গভীরভাবে শোক প্রকাশ করছি। আল্লাহ্ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমীন।
উল্লেখ্য যে, আগামীকাল সকাল সাড়ে দশটায় গৌরিপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।