অনলাইন ডেস্ক ঃ বঙ্গবন্ধু বিপিএলের সাত দলের অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত হলো ফটোসেশন। মূলত প্রতিটা দলের অধিনায়ক ও দলের জার্সি পরিচিতিসহ এক কথায় দলটাকে এক সঙ্গে প্রতীকী হিসেবে তুলে ধরাই ছিল এ আয়োজনের মুখ্য বিষয়। মিরপুর একাডেমি মাঠে অনুষ্ঠিত এমন আয়োজনটা গতকাল বিকেলে রাখা হলেও কিছুটা দেরিতে শুরু হয়। কিন্তু ওই অনুষ্ঠানে দুই ক্যাপ্টেনকে হাজির করতে ব্যর্থ হয়েছে বিসিবি। ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মোতুর্জা।
এবং রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মাদ নবী উপস্থিত ছিলেন না। জানা গেছে অনুশীলন শেষ করেই মাশরাফি চলে যান। তার পরিবর্তে মুমিনুল হক উপস্থিত হন। আর মোহাম্মাদ নবী যানজটে নাকি আটকা পড়ায় শেষ পর্যন্ত তাকে মাঝপথ থেকেই ফিরিয়ে দেয়া হয়। দ্রুত অনুষ্ঠান শেষ করতে আয়োজকদের এই ব্যবস্থা। ফলে ছবিতে দেখা গেছে ৬ জন। তাদের মধ্যে আসল পাঁচ অধিনায়কের সঙ্গে একজন এসেছিলেন অধিনায়কের বিকল্প হিসেবে। আর রংপুরের অধিনায়ক উপস্থিতই হয়নি।
pbnews/nikhanmamun